শনিবার , ৭ সেপ্টেম্বর ২০২৪ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাবির নতুন প্রক্টরের যোগদান

Paris
সেপ্টেম্বর ৭, ২০২৪ ৩:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত প্রক্টর ড. মো. মাহবুবর রহমান আজ শনিবার তাঁর দায়িত্বে যোগদান করেছেন। তিনি রসায়ন বিভাগের প্রফেসর। উপাচার্য প্রফেসর মো. সালেহ হাসান নকীব তাঁকে এ নিয়োগ দেন। প্রক্টরের দায়িত্ব পালনে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
ড. মাহবুবর রহমান রাবির রসায়ন বিভাগ থেকে ১৯৯৯ সালে স্নাতক (সম্মান) ও ২০০০ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১১ সালে তিনি ফ্রান্সের লিওঁ বিশ^বিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরে তিনি বেলজিয়াম থেকে পোস্ট ডক্টরাল গবেষণাও সম্পন্ন করেন।
তিনি ২০০৪ সালে রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে বিভাগে যোগ দেন ও ২০১৭ সালে প্রফেসর পদে উন্নীত হন। তিনি জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর এবং যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলার ও ভিজিটিং প্রফেসর ছিলেন।

বিভিন্ন জার্নালে ও অন্যান্য প্রকাশনায় তাঁর প্রায় ৯০টি প্রবন্ধ ও সম্পাদিত গ্রন্থের অধ্যায় প্রকাশিত হয়েছে।

সর্বশেষ - রাজশাহীর খবর