বৃহস্পতিবার , ৮ আগস্ট ২০২৪ | ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাবির উপাচার্য, ছাত্র উপদেষ্টা ও প্রক্টরের পদত্যাগ

Paris
আগস্ট ৮, ২০২৪ ৪:৩৯ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ ও প্রক্টর অধ্যাপক আসাবুল হকসহ প্রক্টরিয়াল বডির সবাই পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর তিনটা ১০ মিনিটে রাষ্ট্রপতি ও বিশ^বিদ্যালয়ের আচাযের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

এর আগে গত মঙ্গলবার (৬ জুলাই) পদত্যাগপত্র জমা দিয়েছেন ছাত্র উপদেষ্টা। বৃহস্পতিবার (৮ আগস্ট) পদত্যাগপত্র জমা দিলেন প্রক্টর অধ্যাপক আসাবুল হকসহ প্রক্টরিয়াল বডির সবাই। এছাড়াও পদত্যাগ করেছেন রাবির গণসংযোগ দফতরের প্রশাসক প্রণব কুমার পাণ্ডে। বৃহস্পতিবার (৮ আগস্ট) পৃথকভাবে তথ্যটি নিশ্চিত করেছেন সদ্য সাবেক উপাচার্য, ছাত্র উপদেষ্টা ও প্রক্টর।

রাবির সদস্য সাবেক উপাচার্য গোলাম সাব্বির সাত্তার সিল্কসিটি নিউজ জানান, বৃহস্পতিবার দুপুর তিনটা ১০ মিনিটের রাষ্ট্রপতি সচিবের কাছে মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছি। তারা পেয়েছেন বলে জানিয়েছে। রাবির শিক্ষার্থীরা দাবি করছিলেন পদত্যাগের জন্য। সেজন্য পদত্যাগ করেছে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের সবাইকে রাজাকার ও আলবদর আখ্যা দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে রাবি সমন্বয়ক কমিটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, দুই উপ-উপাচার্য, সম্পূর্ণ প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা এবং জনসংযোগ কর্মকর্তা, লিগ্যাল সেল, যৌন নিপীড়ন সেল, ১৭ হলের প্রভোস্ট, ডরমেটরি প্রশাসক, অবৈধ সিনেট ও সিন্ডিকেট সদস্যদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমাদের মহান মুক্তিযুদ্ধে রাজাকার ও আল-বদরের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করার আল্টিমেটাম দিচ্ছি। অন্যথায় শিক্ষার্থীরা তাদের পদত্যাগে বাধ্য করবেন। কোনো অবস্থাতেই পারিবারিক কিংবা ব্যক্তিগত কারণ দেখানো চলবে না।

 

 

সর্বশেষ - রাজশাহীর খবর