নিজস্ব প্রতিবেদক :
রাবি ২য় আন্তঃবিভাগ তায়কোয়ানডো প্রতিযোগিতার ২য় দিনের ফলাফ প্রকাশ করা হয়েছে।
আজ ০ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন ব্যাপী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় জিমন্যাসিয়ামে আন্তঃবিভাগ গেমস সাব-কমিটি কর্তৃক আয়োজিত ২য় আন্তঃবিভাগ তায়কোয়ানডো প্রতিযোগিতা ২০২৩-২০২৪ শুরু হয়। এই প্রতিযোগিতায় ছাত্র ছয়টি ওজন শ্রেণীতে ও ছাত্রী ছয়টি ওজন শ্রেণীতে মোট ১২ টি ওজন শ্রেণীতে অনুষ্ঠিত হচ্ছে।
উক্ত প্রতিযোগিতার দ্বিতীয় দিনে -৫৭ কেজি (ছাত্রী) ওজন শ্রেণীতে মার্কেটিং বিভাগের -লুবা (স্বর্ণ), গ্রাফিক্স ডিজাইন কারু শিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের – লামিয়া আজম মিথিলা (রৈপ্য),সমাজকর্ম বিভাগের -মিমি খাতুন (তাম্র),-৬২ কেজি ওজন শ্রেণীতে (ছাত্রী) ওজন শ্রেণীতে মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের – সামিহা আনতারা (স্বর্ণ),ফাইনান্স বিভাগের -জান্নাতুল নাঈম (রৈপ্য), গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের- সাবা কানেতা (তাম্র),-৬৭ কেজি ওজন শ্রেণীতে (ছাত্রী) গ্রাফিক্স ডিজাইন কারু শিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের – সারজিনা আক্তার ইমা (স্বর্ণ), শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের – তন্দ্রা মেহেদী (রৈপ্য), গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের- আয়েশা মালিহা (তাম্র) পদক অর্জন করেছে ও অবশিষ্ট ওজন শ্রেনীর ছাত্রছাত্রীদের আগামীকাল ৫ সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।