নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আজ। যা চলবে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের স্নাতক প্রথমাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন অফিস চলাকালে স্ব স্ব অনুষদ দপ্তরে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকারের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্যথায় মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল বলে গণ্য হবে।
তিনি জানান, এ ভর্তি কার্যক্রম চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। তারমধ্য এ ইউনিটে ভর্তির কার্যক্রম ১-৬ সেপ্টেম্বর, বি ইউনিটের ১-৭ সেপ্টেম্বর এবং সি ইউনিটের ১, ৪ ও ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।
জি/আর