শুক্রবার , ২৬ মে ২০২৩ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাবিতে সন্দেহজনক আচরণে নারী আটক

Paris
মে ২৬, ২০২৩ ৫:৫৯ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবাসিক ছাত্রী হল থেকে চোর সন্দেহে এক নারীকে আটক করেছে শিক্ষার্থীরা। শুক্রবার (২৬ মে) বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে এ ঘটনা ঘটে।

আটক নারীর নাম শ্রাবণী আক্তার (২০)। তিনি নাটোরের সিংড়া উপজেলার মমিনপুর গ্রামের ওসমান আলীর মেয়ে।

হল সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে ভুয়া পরিচয় দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে প্রবেশ করেন শ্রাবণী নামের ওই নারী। পরে সে হলের ভেতরে ঘুরে বিভিন্ন কক্ষে উঁকি দিতে থাকে। এতে ওই হলের আবাসিক ছাত্রীরা তাকে দেখে সন্দেহ করে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে প্রাধ্যক্ষকে খবর দেয়। প্রাধ্যক্ষ আসলে আটক শ্রাবণীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এসময় তার কাছ থেকে বেশকিছু চাবি জব্দ করা হয়।

বঙ্গমাতা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ফারজানা কাইয়ুম কেয়া বলেন, আটক নারী হলের বিভিন্ন ফ্লোরে এলোমেলোভাবে ঘুরতে থাকে। মেয়েরা অপরিচিত দেখে সন্দেহ করে আটক করে আমাকে খবর দেয়। পরে হল কর্তৃপক্ষ তাকে পুলিশে দিয়েছে।

এ বিষয়ে নগরীরর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, আটক নারীকে থানায় জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে সব জানা যাবে।

 

সর্বশেষ - রাজশাহীর খবর