নিজস্ব প্রতিবেদক, রাবি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন অব ল ফাইন্ডার্স (রুয়ালফ) এর উদ্যোগে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের রুয়ালফ চত্ত্বর থেকে র্যালিটি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টুকিটাকিতে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এর আগে আইন বিভাগ সংলগ্ন রুয়ালফ চত্ত্বরে একটি বৃক্ষরোপণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর লুৎফর রহমান।
রুয়ালফের সাধারণ সম্পাদক কে এ এম সাকিবের সঞ্চালনায় ও মতিউর রহমানের সভাপতিত্বে র্যালী শেষে বক্তারা বলেন, বর্তমানে মাদকের প্রভাব ভয়াবহ আকার ধারণ করেছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে ও গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। নতুবা এর প্রভাবে দেশ ও জাতি ধ্বংসের দিকে ধাবিত হবে।
এসময় র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর লুৎফর রহমান, সহকারী প্রক্টর শিবলী ইসলাম ও আবু সাইদ মো. নাজমুল হায়দারসহ রুয়ালফের সদস্যবৃন্দ।
স/বি