রাবিতে বইবৃক্ষ বুক কনসার্ট অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বইবৃক্ষ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার কর্তৃক আয়োজিত বইবৃক্ষ বুক কনসার্ট–২০২৩। গতকাল বৃহস্পতিবার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের (শহীদ সুরঞ্জন সমাদ্দার ভবন) টিএসসিসিতে বিকেল তিনটায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক কিঙ্কর আহসান, রাসেল রায়হান লেখক, সমন্বয়ক, প্রথমা ডটকম, শাহ জালাজ জোনাক এস্পায়ারিং এস্টোনেট, লেখক এবং তরুণ লেখক ও কথাসাহিত্যিক আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বইবৃক্ষের প্রতিষ্ঠাতা রমজান আল ইমন।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তরুণ লেখক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘দেশের আনুষঙ্গিক বিষয় নিয়ে বেশি বেশি লেখা উচিত। দেশ নিয়ে তরুণ প্রজন্মের ভাবা উচিৎ।’
লেখক ও কথাসাহিত্যিক কিঙ্কর আহসান বলেন, “বর্তমান প্রজন্ম বই থেকে অনেক দূরে আছে। আমরা বিনোদন জগত নিয়ে মেতে থাকতে পছন্দ করি। কিন্তু আনন্দ বিনোদনের পাশাপাশি বই কেন্দ্রীক মানসিকতা তৈরি করতে হবে।’

কুইজ প্রতিযোগিতা, উপহার, বই নিয়ে আড্ডা, পরিচয়পর্বসহ বিভিন্ন বইপ্রেমীদের বক্তব্যের মাধ্যমে চলে মনোমুগ্ধকর এ আয়োজন। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ২০ জনকে বই ও বৃক্ষ পুরস্কার দেওয়া হয়।

তরুণ প্রজন্মকে মাদক, অনলাইন গেইমের আসক্তি থেকে ফেরাতে বইবৃক্ষ তরুণদের মাঝে বইয়ের আলো ছড়িয়ে দিতে কাজ করছে।

উল্লেখ্য, ২০২২ সালের মার্চ মাসে বইবৃক্ষ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা যাত্রা শুরু করে। এছাড়াও দেশের ১৩টি জেলা এবং ১৪টি কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইবৃক্ষের শাখা রয়েছে।