রবিবার , ৩ মার্চ ২০২৪ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর
NBIU Spiring 2025 New Ad

রাফায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১১

Paris
মার্চ ৩, ২০২৪ ১:৪৬ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক :
মিশর-গাজা সীমান্তে রাফাহ শহরে তাঁবুতে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।

আহতদের মধ্যে শিশুরাও রয়েছে।এই দিন গাজার অন্যান্য এলাকায় একাধিক ইসরায়েলি হামলায় আরও ১৭ জন নিহত হয়। খবর আল জাজিরা

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাফাহ শহরের তাল আস-সুলতানের আল-হেলাল আল-ইমিরাতি হাসপাতালের প্রবেশপথের পাশে তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের উপর শনিবার ড্রোন হামলা চালানো হয়। হাসপাতালের প্যারামেডিক ইউনিটের প্রধান আবদেল ফাত্তাহ আবু মারহি এই হামলায় নিহত হয়েছেন।

উত্তর গাজা থেকে হামলা শুরু করার পর ইসরায়েলি বাহিনী দক্ষিণে এগুতে থাকলে ঘরবাড়ি হারানো লাখ লাখ ফিলিস্তিনি রাফাহ শহরে আশ্রয় নেয়। অনেকে আশ্রয়কেন্দ্রে জায়গা না পেয়ে তাঁবু-নির্মিত অস্থায়ী এসব আশ্রয় শিবিরে থাকতে বাধ্য হচ্ছেন। ফলে রাফা মূলত তাঁবুর শহরে পরিণত হয়েছে।

৭ অক্টোবরের পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ কিছুই রক্ষা পায়নি। এখন হামলার হামলার লক্ষ্য বস্তু বানানো হচ্ছে বাস্তুচ্যুতদের তাঁবু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি আক্রমণে এখন পর্যন্ত ৩০ হাজার ৩২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২৪ ঘণ্টায় গাজায় অন্তত ৯২ জন নিহত হয়েছেন।

Spiring 2025 New Design

সর্বশেষ - আন্তর্জাতিক