শনিবার , ১৪ আগস্ট ২০২১ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘রান মেশিন’ জো রুটের ২২ নম্বর সেঞ্চুরি

Paris
আগস্ট ১৪, ২০২১ ১০:২৩ অপরাহ্ণ

টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে দিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। নটিংহ্যামে ড্র হওয়া টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০৯ রানের অসাধারণ ইনিংসের পর এবার লর্ডসে হাঁকালেন সেঞ্চুরি। রুট আর জনি বেয়ারস্টোর ব্যাটে ভারতের ৩৬৪ রানের ভালোই জবাব দিচ্ছে ইংল্যান্ড। যদিও ১২১ রানের জুটি গড়ে আউট হয়ে গেছেন ১০৭ বলে ৫৭ রান করা জনি বেয়ারস্টো।

জো রুট প্রশ্নাতীতভাবে সময়ের সেরা ব্যাটসম্যনদের একজন। ৮২ বলে তুলে নিয়েছেন প্রথম ফিফটি। পরের ফিফটিতে লেগেছে ১১৮ বল। টেস্টের তৃতীয় দিনে লাঞ্চের পর টেস্ট ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি তুলে নিতে রুট আজ কাটায় কাটায় ২০০ বল খেলেছেন। বাউন্ডারি মেরেছেন মাত্র ৯টি। বিশুদ্ধ টেস্ট ইনিংস বলতে যা বোঝায় সেটাই দেখিয়েছেন রুট।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৬৪ রান তুলেছিল ভারত। রোহিত শর্মা আর লোকেশ রাহুলের শতাধিক রানের দারুণ ওপেনিং জুটিতে এই ভিত্তি রচিত হয়। রোহিত ৮৩ রানে আউট হলেও রাহুল ১২৯ রানের ইনিংস উপহার দেন। এছাড়া বিরাট কোহলি ৪২ আর রবীন্দ্র জাদেজা ৪০ রান করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ইংলিশদের প্রথম ইনিংসে সংগ্রহ ৪ উইকেটে ২৫৮ রান। তারা এখনও ১০৬ রানে পিছিয়ে।

সর্বশেষ - খেলা