রবিবার , ২৫ আগস্ট ২০২৪ | ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাণীনগর থানার ওসি ওবায়েদ প্রত্যাহার

Paris
আগস্ট ২৫, ২০২৪ ৪:৫৪ অপরাহ্ণ

রাণীনগর প্রতিনিধি:
প্রশাসনিক কারণে নওগাঁর রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু ওবায়েদকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) তাকে রাণীনগর থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।

প্রত্যাহারপূর্বক আবু ওবায়েদকে নওগাঁ নিরস্ত্র পুলিশ পরিদর্শক, ওআর হেডকোয়ার্টারে বদলি করা হয়েছে। নওগাঁ পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক পিপিএম স্বাক্ষরিত অফিস আদেশ সূত্রে এ তথ্য জানা যায়।

অনুসন্ধানে জানা গেছে, গত বছরের ২ নভেম্বর আবু ওবায়েদ রাণীনগর থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন। যোগদানের পর থেকে থানায় সেবা নিতে যাওয়া সাধারণ মানুষকে হয়রানি, ভয়ভীতি দেখানো, ঘুস বাণিজ্য, গ্রেফতার বাণিজ্যসহ নানা দুর্নীতিতে জড়িয়ে পড়েন। এছাড়া তার বিরুদ্ধে রয়েছে নানান অভিযোগ। এর আগেও গত ২০২০ সালে নানা দুর্নীতির কারণে তাকে জয়পুরহাটের আক্কেলপুর থানা থেকে প্রত্যাহার করা হয়েছিল।

রবিবার রাণীনগর থানার ওসি আবু ওবায়েদের প্রত্যাহারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

সর্বশেষ - রাজশাহীর খবর