বৃহস্পতিবার , ৮ জুলাই ২০২১ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাণীনগরে লকডাউনেও জমজমাট, আবাদপুকুর পশুর হাট ভেঙে দিলো প্রশাসন

Paris
জুলাই ৮, ২০২১ ৪:১১ অপরাহ্ণ

রাণীনগর প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে লকডাউন অমান্য করে জমজমাট ভাবে লেগেছিলো উপজেলার সব চেয়ে বড় আবাদপুকুর পশুর হাট। বুধবার সকাল থেকেই হাটটি শুরু হয়। এ সময় সরকারি বিধি নিষেধ অমান্য করে পশুর হাট লাগানোর দায়ে হাট ইজারাদারের ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এরপরেও ইজারাদার ও তাদের লোকজন আবারও বিকেলে জমজমাট ভাবে পশুর হাট বসান। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম পুলিশ ও বিজিবিকে সঙ্গে নিয়ে বিকেলে হাটে অভিযান পরিচালনা করে পশুর হাটটি ভেঙে দেন। এ সময় দৌড়ে পালিয়ে যায় হাটে আসা ক্রেতা বিক্রেতারা।

স্থানীয়রা জানিয়েছেন, কঠোর বিধিনিষেধের মধ্যেও জমজমাট ভাবে চলছে এই পশুর হাট। সেখানে স্বাস্থ্যবিধির কনো বালাই নেই। পশুর হাটে রাণীনগর উপজেলাসহ আশেপাশের উপজেলা থেকে কয়েক হাজার মানুষ জমায়েত হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো জানান, চলমান বিধি নিষেধ অমান্য করে আবাদপুকুর পশুর হাট চলছিলো। খবর পেয়ে সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ইজারাদারের ২০ হাজার টাকা জরিমানা করা হয় ও পশুর হাট বন্ধ করে দেওয়া হয়। তারপরেও প্রশাসন চলে আসলে আবারও বিকেলে হাটে পশু বেচা-কেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম পুলিশ ও বিজিবিকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে পশুর হাট ভেঙে দেন।

স/অ

 

সর্বশেষ - রাজশাহীর খবর