শনিবার , ২৭ মে ২০২৩ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাণীনগরে যুবলীগের শান্তি সমাবেশ

Paris
মে ২৭, ২০২৩ ৯:৫৯ অপরাহ্ণ

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে শান্তি সমাবেশ করেছে উপজেলা যুবলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মাট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকালে উপজেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু মো: ইবনে সাঈদ চৌধুরী রাব্বীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম সজলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাকিবুল হাসান রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম সোহেল, জাকির হোসেন জয়, প্রচার সম্পাদক জাকারিয়া সরল, যুবলীগ নেতা মিঠু, কমল, বাবু ও ফারুকসহ অনেকে।
এছাড়া উপজেলা ও ইউনিয়ন যুবলীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা শান্তি সমাবেশে অংশ নেয়।

সর্বশেষ - রাজশাহীর খবর