রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে শান্তি সমাবেশ করেছে উপজেলা যুবলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মাট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকালে উপজেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু মো: ইবনে সাঈদ চৌধুরী রাব্বীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম সজলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাকিবুল হাসান রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম সোহেল, জাকির হোসেন জয়, প্রচার সম্পাদক জাকারিয়া সরল, যুবলীগ নেতা মিঠু, কমল, বাবু ও ফারুকসহ অনেকে।
এছাড়া উপজেলা ও ইউনিয়ন যুবলীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা শান্তি সমাবেশে অংশ নেয়।