রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৪ জুয়ারুকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার আকনা বাগানভিটা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রবিবার সকালে গ্রেফতার চারজনকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পূর্ব বালুভরা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে সানোয়ার হোসেন (৫১), মৃত মহির আকন্দের ছেলে সালাম আকন্দ (৫৮), আত্রাই উপজেলার সাহেবগঞ্জ গ্রামের মৃত আক্কাসের ছেলে রহিদুল ইসলাম (৪৮) ও সাহেবগঞ্জ সরদারপাড়া গ্রামের আজাহার আলী শেখের ছেলে বাবলু শেখ (৫৫)।
পুলিশ জানায়, উপজেলার আকনা বাগানভিটা এলাকায় শনিবার সন্ধ্যায় তাসের মাধ্যমে টাকা দিয়ে জুয়া খেলা হ”েছ- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে ওই চারজনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় জুয়া খেলার তাস ও নগদ ৫ হাজার ৩৬০ টাকা জব্দ করা হয়।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, গ্রেফতার চরজনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এস/আই