বুধবার , ৩১ জুলাই ২০২৪ | ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাণীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

Paris
জুলাই ৩১, ২০২৪ ৬:০৭ অপরাহ্ণ

রাণীনগর প্রতিনিধি:
“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর নানা আয়োজন করেন।

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য রালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর পরিষদ চত্বরের পুকুরে মাছ অবমুক্ত করা হয়। পরে অডিটোরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এ্যাড. ওমর ফারুক সুমন। আরও বক্তব্য দেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা ইমান আলীসহ অনেকেই।

 

সর্বশেষ - রাজশাহীর খবর