রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
সারাদেশের মত নওগাঁর রাণীনগর উপজেলায় ওএমএস চাল বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের রেলগেট এলাকায় এক ডিলার পয়েন্টে এ চাল বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, উপজেলা খাদ্য পরিদর্শক মোছা: সাবরীন মোস্তাকী, সদরের ওএমএস ডিলার আব্দুল বারী মোল্লা সহ অন্যরা।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন জানান, দুইটি ডিলারের মাধ্যমে ওএমএস চাল বিক্রি শুরু করা হয়েছে। প্রতিদিন একজন ডিলার ২ মেট্রিক টন চাল ৪০০ জনকে দিতে পারবেন। প্রথম দিনে দুইটি ডিলারের মাধ্যমে ৮০০ জনকে এ চাল দেওয়া হয়। আর যে কোন মানুষ ভোটার আইডি কার্ড নিয়ে গিয়ে ৩০ টাকা কেজি হিসাবে ৫ কেজি করে চাল কিনতে পারবে। এছাড়া এই চাল কিনতে টিসিবি’র কার্ডধারীরাও অগ্রাধিকার পাবে।
এস/আই