মঙ্গলবার , ১১ জুন ২০২৪ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাণীনগরে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ইজারাদারের জরিমানা

Paris
জুন ১১, ২০২৪ ৭:২৭ অপরাহ্ণ

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলার ত্রিমোহনী পশুরহাটে অতিরিক্ত টোল (খাজনা) আদায়ের অভিযোগে হাট ইজারাদারের ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে হাটে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাণীনগরের ইউএনও উম্মে তাবাসসুম।

তিনি জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মঙ্গলবার উপজেলার ত্রিমোহনী পশুরহাট চলছিল। হাটে টোল আদায়ের জন্য সরকারিভাবে গরু-মহিষ ৫০০ টাকা ও ভেড়া-ছাগলের জন্য ২০০ টাকা বেধে দেওয়া আছে।

কিন্তু হাটে গরু ক্রেতা-বিক্রেতার কাছ থেকে ৬০০ থেকে ৬৫০ টাকা ও ছাগল ক্রেতাদের কাছ থেকে ৩০০ টাকা ইজারাদারের লোকজন আদায় করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকালে হাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করি।

অভিযানে অতিরিক্ত টোল আদায়ের সত্যতা পাওয়ায় হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় রাণীনগর উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. রায়হান আলী ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজশাহীর খবর