নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী রেলওয়ে ষ্টেশন থেকে চার রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়।
আটককৃত হলো, নাটোর লালপুরের শিবপুর খানপাড়া এলাকার আনোয়ার হোসেন ওরফে জুম্মা খানের ছেলে নাহিদ খান অন্তর (২২)।
জানা যায়, দুপুর দুইটার দিকে অন্তর খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ ট্রেনে চড়ে আসছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ষ্টেশনের ৪ নম্বর প্লাটফর্ম হতে অন্তরকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশী করে চার রাউন্ড গুলি (কার্তুজ) উদ্ধার করা হয়।
রেলওয়ে থানার এসআই রাজিব হোসনে সিল্কসিটি নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে তাকে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স/শ