নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে ওয়ালটন টিভির শো-রুম হতে টিভি চুরির অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে আরএমপি’র কাশিয়াডাংগা থানা পুলিশ। এসময় আসামীদের কাছ থেকে চুরি যাওয়া টিভি উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ দড়িখরবোনা গ্রামের মো. বাবর আলী খলিফার ছেলে জনি (৩৫) ও রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সহরাগাছা বাইপাস মোড়ের মো.খায়ের উদ্দিনের ছেলে মো. মিজানুর রহমান (২৮)।
ঘটনা সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর ২০২১ সকাল ৯.৪৫ টায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম বাজারে অবস্থিত ওয়ালটন মোটরসাইকেল ও টিভির শো-রুম হতে প্রায় ২৮০০০ টাকা মূল্যের একটি ৩২ ইঞ্চি ওয়ালটন স্মার্ট টিভি চুরি হয়। উক্ত শো-রুমের মালিক মো. সালাহউদ্দিন চঞ্চলের এমন অভিযোগের প্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
মামলা রুজু পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা এসআই মো. তাজউদ্দিন আহম্মেদ ও তার টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গত শনিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কোর্ট বাজার হতে আসামী জনিকে আটক করে। আটককৃত আসামী জনির দেওয়া তথ্যমতে গোদাগাড়ী থানা এলাকা হতে অভিযান পরিচালনা করে আজ রবিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় অপর আসামী মিজানুর রহমানকে আটক করে। এসময় আসামীর মিজানের দোকান হতে চুরি যাওয়া টিভি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মো. জনির বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় মাদকসহ চুরির একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
স/রি