মঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহী নগরীতে পৃথক ঘটনায় নারী-পুরুষের আত্মহনন

Paris
অক্টোবর ২৫, ২০২২ ৮:১০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:

নগরীর উপকণ্ঠ মোহনপুরে পৃথক ঘটনায় দু’জন নারী-পুরুষ আত্মহনন করেছেন। মঙ্গলবার (২৫ অক্টোবর) তাদের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত দু’জনেই একই এলাকার বাসিন্দা।

তাদের মধ্যে সকালে বিষপান করেন করেন বৃদ্ধ ফজলুল হক (৭০)। পরে পুলিশ খবর পেয়ে ফজলুল হকের লাশ উদ্ধার করে।

অপরদিকে আরেকটি ঘটনায় বিকেলে গলায় ফাঁস দেয় রাব্বেল আলীর স্ত্রী রুহানী (১৬)। তবে রাব্বেল ও রুহানীর মধ্যে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্কের পরে বিয়ে হয়। এছাড়া রুহানী মাশকাটাদিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানায়, ফজলুল হকের মরদেহ বিকেলে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। আর রুহানীর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রয়েছে।

কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে ফজলুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া গৃহবধু রুহানীর মরদেহ রামেক হাসপাতালের মর্গে রয়েছে। তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। তদন্ত চলছে। এবিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

 

সর্বশেষ - রাজশাহীর খবর