নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর তিন উপজেলা চারঘাট, বাঘা ও দুর্গাপুরের চতুর্থ ধাপে ১৫ ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হয়েছে। সকাল ৮টা থেকে ইউনিয়নের কেন্দ্রেগুলোতে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ রোববার (২৬ ডিসেম্বর) সকাল ১০ টা পর্যন্ত কোন ধরনের অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। চারঘাট উপজেলায় ছয় ইউপিতে ২৩ জন, বাঘা উপজেলায় ইউপিতে ৯ জন ও দুর্গাপুর উপজেলায় ছয় ইউপিতে ১৭ জন চেয়ারম্যান প্রার্থী লড়ছেন।
জানা গেছে, চারঘাট উপজেলার ছয় ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৩ জন চেয়ারম্যান প্রার্থী, ২২৩ জন সাধারণ সদস্য প্রার্থী এবং ৭৭ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী। এ নির্বাচনে চারঘাটে মোট ভোটার ১ লাখ ৪০ হাজার ১১৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ৫৩৪ জন ও মহিলা ভোটার ৬৯ হাজার ৫৮৩ জন । মোট ৬০টি কেন্দ্রে ৪১৩টি বুথে রোববার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
রাজশাহীর বাঘা উপজেলায় চতুর্থ ধাপে আড়ানী, বাউসা ও চকরাজাপুর ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ রোববার। ইতোমধ্যেই ভোট কেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুল আলম প্রতিটি ভোট কেন্দ্রের নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং কর্তকর্তার কাছে শনিবার সকালে নির্বাচনের সরঞ্জাম প্রদান করেন। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বাঘা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তিনটি ইউনিয়নে ৩১টি ভোট কেন্দ্র ও ১৪৫টি বুথের জন্য প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ, আনসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব ও বিজিবির স্ট্রাইকিং ফোর্সের মোবাইল টিম নিয়োগ করা হয়েছে।
তিনটি ইউনিয়নে মোট ৩৯ পদে ১২৫ জন প্রার্থী প্রতিদ্বিন্দ্বতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৯ জন। সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ২৯ ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৮৭ জন। ৩১টি ভোট কেন্দ্র ও ১৪৫টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
৯টি চেয়ারম্যান পদের মধ্যে আড়ানী ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন রফিকুল ইসলাম (নৌকা), নাসির উদ্দিন (আনারস), এনামুল হক (হাতুড়ি), মাহাতাব আলী (মোটরসাইকেল)। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা নয় হাজার ১৩০ জন। এর মধ্যে পুরুষ চার হাজার ৫৫১ ও নারী চার হাজার ৫৭৯ জন।
বাউসা ইউনিয়নে শফিকুর রহমান শফিক (নৌকা), নুর মোহাম্মদ তুফান (মোটরসাইকেল), আনোয়ার হোসেন পলাশ (আনারস)। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৫৬৫ জন। এরমধ্যে পুরুষ ১২ হাজার ৩৪৪ ও নারী ১২ হাজার ২২১ জন।
চকরাজাপুর ইউনিয়নে ডিএম বাবুল মনোয়ার দেওয়ান (নৌকা), আজিজুল আযম (আনারস)। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা নয় হাজার ৫৩৩ জন। এরমধ্যে পুরুষ চার হাজার ৮৮৮ ও নারী চার হাজার ৬৪৫ জন।
এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মুজিবুল আলম বলেন, এ নির্বাচনে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শন্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য আইন শৃংখলাবাহিনি নিয়োগ করা হয়েছে। ভোট গ্রহণের সরঞ্জাম শনিবার (২৫ ডিসেম্বর) নিয়োগপ্রাপ্তদের মাধ্যমে কেন্দ্রে প্রেরণ করা হয়। তবে ব্যালট পেপার নির্বাচনের দিন নিয়োগপ্রাপ্ত অফিসারের মাধ্যমে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
এদিকে উদ্বেগ উৎকন্ঠার মধ্যে দিয়ে রাজশাহী দুর্গাপুর উপজেলায় চতুর্থ ধাপে ছয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন রোববার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। শেষ মূর্হতের প্রচারণায় শুক্রবার মধ্যরাতে বিভিন্ন এলাকায় নৌকার অফিসে অগ্নি সংযোগ, স্বতন্ত্র প্রার্থীর গাড়িতে হামলা, পোস্টার ছিড়ে ফেলার ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মহড়া দিতে গিয়ে তুহিন (৩৫) নামের এক বহিরাগতকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। শনিবার (২৫ ডিসেম্বর) তাকে ৫৪ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে থানার পুলিশ।
উপজেলায় এই নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত করার অপেক্ষায় রয়েছেন ছয় ইউনিয়নের ১ লাখ ২৮ হাজার ৪৮৫জন ভোটার। আজ রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট নেওয়ার জন্য প্রস্তুতিতে কোনো কমতি রাখা হচ্ছে না বলে জানিয়েছে প্রশাসন।
এদিকে, শুক্রবার মধ্যেরাতে প্রচারণার শেষ সময়ে উপজেলার ঝালুকা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড পলাশবাড়ীতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আকতার আলীর নৌকার অফিস পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। ওই ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এছাড়াও একই দিনে সন্ধ্যায় উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের ভবানীপুর গ্রামে স্বতন্ত্র প্রার্থী আকবর আলী (আনারস) গাড়িতে হামলার অভিযোগ উঠছে। এ সময় তার দুটি মোটরসাইকেল ভাঙচুর চালায় নৌকা সমর্থকের কর্মীরা। এছাড়াও কিসমত গণকৈড় ইউনিয়নের কয়ামাজমপুর, মঙ্গলপুর এলাকায় স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছিঁড়ার খবর পাওয়া গেছে। এসব ঘটনা উভয়পক্ষের অভিযোগের পর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভ দেবনাথ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাশমত আলী সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলা ছয় ইউপিতে ৬৪হাজার ৫৩৩ জন পুরুষ এবং ৬৩ হাজার ৯৫২ জন নারী ভোটার আছেন। ছয় ইউপিতে চেয়ারম্যান পদে ১৭, সংরক্ষিত নারী সদস্য পদে ৫৪ ও সাধারণ সদস্য পদে ১৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছয় ইউনিয়নের ৫৫টি ভোটকেন্দ্রের ভোট নেওয়া হবে।
জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, শুক্রবার রাত কিছু জায়গা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এ সব ঘটনায় এক বহিরাগতকে আটক করে ৫৪ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
ওসি বলেন, চার ধাপে আমরা নিরাপত্তা জোরদার করেছি। ইতিমধ্যে ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়েছেন। এলাকায় টহল বাড়ানো হয়েছে। এলাকায় যাতে কোনো সহিংসতা না ঘটে সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ভোটের দিন মাঠে পুলিশ, র্যাব, বিজিবি, ম্যাজিস্ট্রেট টহলে থাকবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা হয়েছে। প্রচারণার সময় দু-একটি বিচ্ছিন্ন ঘটনার খবর শুনেছি। এছাড়া তেমন কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। নির্বাচনের সময়ও যেন না ঘটে সেদিকে আমরা বিশেষ খেয়াল রাখছি।
স/আ