শুক্রবার , ১৫ জুলাই ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীর মসজিদে একই খুতবা, জঙ্গিবিরোধী বার্তা

Paris
জুলাই ১৫, ২০১৬ ৪:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশ অনুযায়ী রাজশাহীর কেন্দ্রীয় শাহ মখদুম (র.) জামে মসজিদসহ সব মসজিদে জুমার নামাজে একই খুতবা ও জঙ্গিবিরোধী বার্তা পাঠ করা হয়েছে।

 

শুক্রবার (১৫ জুলাই) জুমার নামাজে বাংলা বয়ানের সময় চার পৃষ্ঠার জঙ্গিবিরোধী বিশেষ বার্তা মসজিদের মাইকে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে পড়ে শোনানো হয়।

 

রাজশাহীর কেন্দ্রীয় শাহ মখদুম (র.) জামে মসজিদের পেশ ইমাম মুফতি মুস্তাফিজুর রহমান বলেন, দুপুরে জুমার নামাজের সময় দু’টি খুতবা পাঠ করা হয়। তবে প্রথম বিশেষ খুতবাটি ছিল ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষের অনুরোধের। আর দ্বিতীয় খুতবাটি সব মসজিদের জন্য একই।

মহানগরীর আসাম কলোনি বায়তুল আমান জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শাজাহান আলী জানান, খুতবা ছাড়াও বাংলা বয়ানের সময় চার পৃষ্ঠার জঙ্গিবিরোধী বিশেষ বার্তা মসজিদের মুসল্লিদের উদ্দেশে পড়ে শোনানো হয়। পরে রাজশাহীসহ গোটা দেশের সুখ-সমৃদ্ধি ও শান্তি-শৃঙ্খলা সুসংহত রাখতে বিশেষ মোনাজাত করা হয়। সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশগ্রহণ করেন।

স/মি

সর্বশেষ - রাজশাহীর খবর