রবিবার , ১৮ সেপ্টেম্বর ২০১৬ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির দণ্ডাদেশ

Paris
সেপ্টেম্বর ১৮, ২০১৬ ৭:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন আদালতে-২ এর বিচারক কেএম শহীদ আহামেদ এই রায় দেন।
এ সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে খালাস দেন আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামি হচ্ছেন- রাজশাহীর দুর্গাপুর উপজেলার পলাশবাড়ি গ্রামের সামসুদ্দিনের ছেলে নাম সুজন উদ্দিন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
খালাস প্রাপ্তরা হলেন- সুজনের বাবা সামসুদ্দিন এবং মা মেহের নিগার।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের পহেলা মার্চ রাতে দুর্গাপুর উপজেলার পলাশবাড়ি গ্রামের সুজন তার স্ত্রী সীমা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে। সুজন যৌতুকের দাবিতে তাকে দীর্ঘদিন ধরে নির্যাতন করতো। হত্যাকাণ্ডের ঘটনায় সীমার বাবা রেজাউল হক দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন।
পরে এই মামলার অভিযোগপত্র দাখিল করে পুলিশ। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। মামলার বাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইসমত আরা। আসামি পক্ষে ছিলেন আব্দুল হামিদ মুক্তা।
স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর