নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মো. সানাউল্লাহ (৩৫)। তিনি পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের মোসলেম উদ্দিনের ছেলে।
মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী মেডিকেল কলেজ পুলিশ বক্স। শনিবার (১৫ জুন) সকালে সাপে কামড় দেয়। এরপর মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
পরিবারের সদস্যরা জানান, সানাউল্লাহ সকালে নিজ লিচু বাগানে কাজ করছিলেন। এসময় একটি সাপ তাকে এসে কামড় দেয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করে।