নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী নগরীর ডাঁশমারী উত্তারপাড়া এলাকা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর মতিহার থানা পুলিশ গতকাল সোমবার (১০ জুন) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতর নাম মোজাম্মেল হোসেন বাবু। তিনি রাজশাহী নগরীর মতিহার থানার ডাঁশমারী উত্তারপাড়া এলাকার জোমারত আলীর ছেলে।
নগর পুলিশ জানায়, মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে নগরীর মতিহার থানায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। গতকাল সোমবার রাতে মতিহার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মোজাম্মেল হোসেন মতিহার থানার ডাঁশমারী উত্তারপাড়া এলাকায় তার বাড়িতে অবস্থান করছে।
ওই সংবাদের পরিপ্রেক্ষিতে মতিহার থানার একটি দল রাত সাড়ে ১২ টায় অভিযান চালিয়ে মোজাম্মেল হোসেনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।