নিজস্ব প্রতিবেদক:
আগামি ২৩ ডিসেম্বর রাজশাহীতে ভিটামিন এ প্লাস ক্যম্পেইনের দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে। এবারে জেলা পর্যায়ে পৌনে তিন লাখ শিশুকে এবং রাজশাহী সিটি করপোরেশন(রাসিক) এলাকায় সাড়ে ৬১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। বৃহস্পতিবার সকালে রাজশাহী রাজশাহী সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এবং রাসিকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা সাংবাদিকদের অবহিতকরণ পৃথক সভায় এ তথ্য জানানো হয়।
রাজশাহী রাজশাহী সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় রাজশাহী সিভিল সার্জন ডা. সুরঞ্জিত কুমার সাহা বলেন, ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ডে জেলা পর্যায়ে ২,৮৬,৭৭০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮,২৮২ জন শিশুকে নীল রঙ্গের ক্যাপসুল এবং ২ লাখ ৫৮ হাজার ৪৮৮ জন শিশুকে খাওয়ানো হবে লাল রঙ্গের ক্যাপসুল।
তিনি জানান, জেলার মোট ১৮৫৬ টি কেন্দ্রে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। এর মধ্যে আউটরীচে ১৭৪৪ টি, অতিরিক্ত ৭৩ টি এবং ভ্রাম্যমান শিশুর জন্য ৩৯ টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার প্রদীশ কুমার বিশ্বাস, ইপিআই সুপারিটেন্ডেন্ট নূর মোহাম্মদ, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সরদার খয়ের আলী, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শামসুজ্জামান, বাংলাদেশ বেতার রাজশাহীর সহকারী পরিচালক দেওয়ান আবুল বাশার প্রমূখ।
এ দিকে রাজশাহী মহানগরীতে প্রায় সাড়ে ৬১ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবে রাজশাহী সিটি করপোরেশন। বেলা ১১ টায় রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
শনিবার নগরীর মোট ৩৮৪ টি কেন্দ্রে ৭ হাজার ৪৩১ জন শিশুকে খাওয়ানো হবে নীল রঙ্গের ক্যাপসুল এবং ৫৪ হাজার ২৯ হন শিশুকে খাওয়ানো হবে লাল রঙ্গের ক্যাপসুল।
সম্মেলনের সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরশেনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি করপোরশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোমিন এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আঞ্জুমান আরা।
সভায় রাজশাহীতে কর্মরত বিভিন্ন অনলাইন, প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
স/শ