নিজস্ব প্রতিবেদক :
জশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভায় বাসের চাপাঁয় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার( ২৫ ই নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার নওহাটা জুট মিলের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পবা থানা পুলিশ।
পবা থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোবারক পারভেজ জানান, নওগাঁ থেকে রাজশাহী অভিমুখী শ্রাবন্তী পরিবহনের বাসটি নওহাটা জুট মিলের সামনে আসলে নওহাটা থেকে মোহনপুর যাওয়া মোটরসাইকেলে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হোন। মোটরসাইকেল আরোহী পবা উপজেলার পালোপাড়া গ্রামের হান্নানের ছেলে মুদি দোকানী দিলদার হোসেন (২৪) ।
বাস চালক পলাতক থাকলেও বাসটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি। নওহাটা ফায়ারসার্ভিস ইনেসপেক্টর আতাউর রহমান জানান,আমরা দূর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। আমরা লাশটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।
এইচ/আর