মঙ্গলবার , ১ নভেম্বর ২০২২ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর
NBIU Spiring 2025 New Ad

রাজশাহীতে ফেসবুকে ধর্মীয় উস্কানী দিয়ে পোস্ট, দুই যুবকের ১৫ বছরের কারাদণ্ড

Paris
নভেম্বর ১, ২০২২ ২:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে পরিচয় গোপন রেখে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে দাঙ্গা সৃষ্টির অভিযোগে দুই যুবককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনটি ধারায় ৫ বছর করে ১৫ বছর কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও উভয়কেই ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার গিয়াস উদ্দিনের ছেলে ওয়াসিম আল রাজী ও অলোকছত্র এলাকার নওশের আলীর ছেলে নাসিম আলী।

বিষয়টি নিশ্চিত করেছেন সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. ইসমত আরা। তিনি জানান, ২০২১ সালের আগস্ট মাসের এক তারিখে নিজেদের নাম পরিচয় গোপন রেখে ভুয়া একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে আসামীরা ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেয়। পোস্টটি মুলত দুইটি ধর্মের মানুষদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার জন্য ছিল। এর পর ওই সময় তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পরে মামলার চার্জশিট দাখিল করা হলে আদালতে বিচার কার্যক্রম শুরু হয়। বিচার শেষে আদালতের বিচারক আজ এই রায় ঘোষণা করেন।

Spiring 2025 New Design

সর্বশেষ - রাজশাহীর খবর