নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। রোববার সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার সকালে নগরভবন সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম। অনুষ্ঠানে “০-৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম হওয়া কয়েকটি শিশুকে জন্ম নিবন্ধন সনদ প্রদান করা হয়। এছাড়াও ওয়ার্ড সচিবদের মাঝে জন্ম নিবন্ধন বিষয়ক লিফলেট প্রদান করা হয়।
সভায় জানানো হয়, ০-৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন বাধ্যতামূলক। শিশু জন্মের ২৪ ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট ওয়ার্ড কার্যালয়ে জন্ম নিবন্ধনের ফরমটি যথাযথভাবে পূরণ সাপেক্ষে তা জমা দিয়ে জন্ম নিবন্ধন করতে হবে। বিনামূল্যে জন্ম সনদ গ্রহণ করতে হবে। জন্ম নিবন্ধন শিশুদের নাগরিকত্ব ও জাতীয়তার অধিকার নিশ্চিত করে। জন্ম নিবন্ধন বাল্য বিবাহ প্রতিরোধে ভূমিকা রাখে। শিশু অধিকার সংরক্ষণে আইনগত সহায়তা পেতে, স্কুলে ভর্তি, পাসপোর্ট পাওয়া, ভোটার তালিকায় নাম লেখানো, স্বাস্থ্য সেবা পাওয়া, বিবাহ নিবন্ধীকরণ করতে, সম্পতি বিক্রয় ও উত্তরাধিকার ঠিক করতে জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন। শিশু শ্রম সহজে বন্ধে সহায়তা করবে। কিশোর বিচার ব্যবস্থায় শিশুদের ক্ষেত্রে বিশেষ আচরণ নিশ্চিত কওে সঠিক জনসংখ্যা জানার মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি বিভিন্ন সেবা পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হবে। বিভিন্ন উদ্দেশ্যে বয়স কমানো বাড়ানো রোধ করা সম্ভব হবে। সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানানো হয়। অনুষ্ঠানে জন্ম নিবন্ধনে শতভাগ সাফল্য অর্জনকারী ২৮নং ওয়ার্ড সচিব মোঃ ইদ্রিশ আলী বক্তব্য রাখেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় নগরভবন হতে র্যালি শুরু হয়ে নগরীর দড়িখরবোনা মোড় হতে শুরু হয়ে বিন্দুর মোড় হয়ে নগরভবনে এসে শেষ হয়। র্যালিতে রাসিকের ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, জন্ম মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুন, বিভিন্ন ওয়ার্ডের সচিব, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।