নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে চলমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, সেনা বাহিনীর সিইও ল্যাফটেন কর্নেল শামীম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপির (সাবেক) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী এশা, জর্জ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. জাকির হোসেন ও অ্যাডভোকেট তারেক হোসেন, রাজশাহী মহানগর বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মাহবুবুল আহসান বুলবুল, রাজশাহী মহানগর জাতীয় পার্টির সভাপতি মো. সাইফুল ইসলাম স্বপন, রাজশাহী মহানগর জাতীয় পার্টির সদস্য আবু তাহের স্বপন, রাজশাহী মহানগরের আমীর ডা. কেরামত আলী, রাজশাহী জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রত্না খাতুন।