নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। এসময় তারা হামলায় জড়িত কর্মকর্তাদের চাকরি থেকে স্থায়ী বহিষ্কারের দাবিও জানান।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম। তিনি বলেন, এই ঘটনার মাত্র ১৫ মিনিটের মধ্যেই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলেছি। পরে আমরা এই ঘটনার মূলহোতা নির্বাহী পরিচালক আব্দুর রশিদসহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছি। আমাদের এই আন্দোলনের কারণে বিএমডিএ কর্তৃপক্ষ দুজনকে সাময়িক বহিষ্কার করেছে।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক বলেন, এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলামের ওপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে তা তদন্তের কিছু নেই। ঘটনাটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার হচ্ছিল। এর ফুটেজ আইনশৃঙ্খলা বাহিনী ও বিএমডিএ কর্তৃপক্ষের হাতেও আছে। তবে এমন জাজ্বল্যমাণ প্রমাণ থাকার পরেও যদি এই দুর্নীতিবাজ নির্বাহী পরিচালক আব্দুর রশিদের বিরুদ্ধে আইনগত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আমরা দ্রুত এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
কর্মসূচিতে রাবি সাংবাদিক সমিতি’র সভাপতি নুরুজ্জামান খান বলেন, বাংলাদেশে সাংবাদিক নির্যাতন নতুন কোন ঘটনা নয়। কিন্তু এসব ঘটনায় কোন বিচার হয়নি। সরকারি কর্মকর্তাদের একটাই শাস্তি তাদেরকে বদলি করা হয়। কিন্তু বদলি কখনো কোন শাস্তি হতে পারে না। যেহেতু সাংবাদিকদের গায়ে হাত তোলা হয়েছে তাই এটি ফৌজদারী অপরাধ। আমরা চাই হত্যা চেষ্টা মামলায় তাকে শাস্তির আওতায় আনা হোক। সেই সাথে জড়িতদের স্থায়ীভাবে চাকরি থেকে বহিষ্কার করতে হবে যাতে ভবিষ্যতে দুর্নীতিবাজরা আর সাংবাদিকদের গায়ে হাত তুলতে সাহস না পায়।
মানববন্ধনে রাবি রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক ওয়াসিফ রিয়াদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদ, ডেইলি স্টার’র নিজস্ব প্রতিবেদক আনোয়ার আলী, রাবি সাংবাদিক সমিতি’র সাধারণ সম্পাদক নুর আলম, রাবি প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন বিপ্লব, রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদ শুভ্র প্রমুখ। এসময় ক্যাম্পাস ও নগরীর প্রায় অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত সোমবার সকালে সরকারের নির্দেশনা মোতাবেক সকাল ৮টায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কর্মকর্তারা অফিসে আসছেন না এমন সংবাদ সরাসরি প্রচার করা হচ্ছিল এটিএন নিউজে। লাইভ চলাকালে সরকার নির্ধারিত সময়ের পরে বিএমডিএ কার্যালয়ে আসেন নির্বাহী পরিচালক আবদুর রশিদ। এসময় তিনি সাংবাদিক বুলবুল হাবিবের সঙ্গে দুর্ব্যবহার করেন। এরপর তাঁর নির্দেশে কর্মচারীরা লাইভ চলাকালেই বুলবুল হাবিব ও রুবেলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ক্যামেরাপারসন রুবেল ইসলাম গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এসময় এটিএন নিউজের বুম ভেঙে ফেলেন হামলাকারীরা।
জি/আর