নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে শুরু হচ্ছে স্থানীয় তায়কোয়ানদো প্রতিযোগিতা -২০২৩-২৪। আজ ১৬ ফেব্রুয়ারী শুক্রবার রাজশাহী নগরীর তেরখাদিয়া মহিলা ক্রীড়া কমপ্রেক্স জিমনেসিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবার রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে স্থানীয় তায়কোয়ানদো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও কালেরকণ্ঠ পত্রিকার রাজশাহীর নিজস্ব প্রতিবেদক রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা তায়কোয়ানদো সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান ফরশ। উপস্থিত থাকবেন জেলা তায়কোয়ানদো সমিতির সদস্য সচিব গোলাম সাকলাইনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এছাড়াও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আক্তার রেনী। বিশেষ অতিথি থাকবেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনুসহ অন্যান্য অতিথিবৃন্দ।