রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজিজুল হকের ইন্তেকাল 

গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) আজিজুল হক (৫৩) শনিবার নিজ বাসভবন রহনপুর পৌর এলাকার শেখপাড়ায় ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, একপুত্র ওএক কন্যা সন্তান রেখে গেছেন। শনিবার বিকেলে রহনপুর ইউনিয়নের ডাইংপাড়া গোরস্থানে তার নামাজে জানাযা শেষে সেখানে তাকে দাফন করা হয়। তার জানাজায় সহকর্মীসহ এলাকার সর্বস্তরের  জনসাধারণ অংশ নেয়।ওই শিক্ষকের আকর্ষিক মৃত্যুতে শিক্ষার্থী ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।