শুধু যৌন আনন্দই নয়, সুন্দরী সামান্থাকে আপনি অনায়াসে নিয়ে যেতে পারেন আপনার পরিবারের সঙ্গে। এক সেক্স রোবটের নাম ‘সামান্থা’, আর এই সামন্থা যাকে বলে সংস্কারি সেক্স রোবট। যে নাকি প্রয়োজনে যৌন চাহিদা মেটাবে। আবার পরিবারের লোকজনের সঙ্গে আলাপ করালে সুন্দর কথোপকথনে মেতে উঠবে। বলবে নানা মজার সব গল্প।
ব্রিটেনে এক ব্যক্তি এই সেক্স ডল তৈরি করেছে। ৩৫০০ ইউরোতে তারা এটি বিক্রি করছে। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৩ লক্ষ ৭ হাজার ৩০৭ টাকা। সামান্থা যা করতে পারে সেই তুলনায় এটা এমন কিছু বেশি দাম নয়। অন্যদের সঙ্গে কথা বলার সময় ভুল করেও সামান্থা সেক্স মোডে চলে যাবে না। সামান্থার গায়ের চামড়ার রঙও অন্যান্য সেক্স ডলের তুলনায় একেবারে অন্যরকম। একাধিক রঙ মিশিয়ে সামান্থাকে তৈরি করা হয়েছে, যাতে দেখতে একেবারে মানুষের মত লাগে।
সামান্থার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে ‘আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স’। একে ইউএসবি-র মাধ্যমে চার্জ দিতে হয়। এখনও পর্যন্ত ৩০টি এরকম সেক্স ডল বিক্রি হয়েছে বিশ্ব জুড়ে। একইভাবে একটি পুরুষ সেক্স ডল তৈরিরও চেষ্টা করছে নির্মাতারা।
ভিডিও: