রবিবার , ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

যে লক্ষ্যের কথা জানিয়ে বিমানে চড়লেন শান্ত

Paris
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ৬:৫২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারত সফরে বাংলাদেশ কেমন করবে, এই প্রশ্নের আবেদন হয়ত খুব বেশি থাকত না যদি পাকিস্তানে বাংলাদেশ ইতিহাস গড়তে না পারত। পাকিস্তানকে টানা দুই টেস্ট দাপটের সঙ্গে খেলে হারানোয় বাংলাদেশের ক্রিকেটারদের এখন টগবগে আত্মবিশ্বাস। সমর্থকরাও ভাবছেন, পাকিস্তানে পারলে ভারতে কেন নয়!

চোখভর্তি স্বপ্ন আর এক বুক আশা নিয়েই তাই রোববার (১৫ সেপ্টেম্বর) ভারতের উদ্দেশে বিমানে চড়ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। পাকিস্তানের চেয়ে ভারতে চ্যালেঞ্জ বহুগুণে কঠিন। ভারতের সাবেক ক্রিকেটাররা তো খেলা মাঠে গড়ানোর আগেই বলে দিচ্ছেন, বাংলাদেশ পারবে না।

শক্তিমত্তায় পিছিয়ে থাকার কথা স্বীকার করলেও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভালো কিছুর সম্ভাবনা দেখছেন, ‘যদি তুলনা করেন আমাদের পেসাররা তুলনামূলকভাবে (ভারতের থেকে) একটু পেছনের দিকে আছে। স্কিলের দিক থেকে হয়ত কাছাকাছি আছি, অভিজ্ঞতার দিক থেকে ভারতের দলটা একটু এগিয়েই রাখব আমি। তবে আমাদের স্পিনারদের ভালো অভিজ্ঞতা আছে, যেকোনো কন্ডিশনে বল করার সামর্থ্যটা আছে। পেসার স্পিনার যারাই খেলবে প্রত্যেকটা প্লেয়ার ১০০% দিবেন। পাঁচ দিন যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি খুব এক্সাইটিং একটা ম্যাচ হবে।’

অধিনায়ক হওয়ার পর দলীয় সাফল্যের পাল্লা ভারী হলেও ব্যক্তিগত পারফরম্যান্স ভোগাচ্ছে শান্তকে, ‘আমার ব্যক্তিগত লক্ষ্য বাংলাদেশ দল জিতুক। ব্যাটার হিসেবে আমি দলে যতটা অবদান রাখতে পারি। যেরকম প্রস্তুতি নেওয়ার দরকার ছিল আলহামদুলিল্লাহ আমি নিতে পেরেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি সর্বোচ্চ চেষ্টা করব দলে যেন অবদান রাখতে পারি।’

বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে সিরিজের দুটি ম্যাচেই জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন শান্ত, ‘অবশ্যই এটা অনেক চ্যালেঞ্জিং একটা সিরিজ হতে যাচ্ছে আমাদের জন্য। আপনি যা বললেন পাকিস্তানে একটা ভালো সিরিজ পার হওয়ার পর অবশ্যই একটা বাড়তি আত্মবিশ্বাস ত দলের মধ্যে আছে। পুরা দেশের মানুষের মধ্যেই আছে। দুইটা ম্যাচই আমরা জেতার জন্য খেলব।’

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - খেলা