বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর
NBIU Spiring 2025 New Ad

যে পুরস্কারে মেসি-এমবাপ্পেদের পেছনে ফেললেন ইয়ামাল

Paris
নভেম্বর ২৮, ২০২৪ ১২:০৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অভিষেকের পর থেকে একর পর এক কীর্তি গড়ে যাচ্ছেন স্পেনের তরুণ তুর্কি লামিনে ইয়ামাল। সর্বকনিষ্ট ফুটবলার হিসেবে ইতোমধ্যে দারুণ কিছু ইতিহাসের জন্ম দেওয়া বার্সা তারকা এবার গড়লেন আরেকটি রেকর্ড। জিতলেন সবচেয়ে কম বয়সে ‘গোল্ডেন বয়’ পুরস্কার।

ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলা ২১ বছর বা এর চেয়ে কম বয়সীদের মধ্যে সেরা ফুটবলারকে পুরস্কারটি দেয় ইতালিয়ান সংবাদপত্র টাট্টোস্পোর্ট।

২০২৪ সালের সেরা হিসেবে বুধবার ইয়ামালের নাম ঘোষণা করা হয়।

‘গোল্ডেন বয়’ পুরস্কারের জন্য খেলোয়াড় নির্বাচনে ভোট দিয়ে থাকেন ইউরোপের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিনিধি। এর মধ্যে অন্যতম জার্মানির বিল্ড, স্পেনের মার্কা ও মুন্দো দেপোর্তিভো, ইংল্যান্ডের দ্য টাইমস, ফ্রান্সের লেকিপ, পর্তুগালের এ বোলা, সুইজারল্যান্ডের ব্লিক।

এর আগে ওয়েইন রুনি, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ডের মতো তারকারা জিতেছেন ‘গোল্ডেন বয়’ পুরস্কার।

তবে ইয়ামালের মতো ১৭ বছর চার মাস বয়সে আর কেউই পাননি। জুরিদের দেওয়া ভোটে মোট পয়েন্ট ছিল ৫০০, এর মধ্যে ৪৮৮-ই পেয়েছেন ইয়ামাল।
এ বছর পুরস্কারটি জয়ে ইয়ামালের প্রতিদ্বন্দ্বী ছিলেন আলেহান্দ্রো গারনাচো, পাউ কুবারসি, কোবি মাইনু, স্যাবিনিও, এনদ্রিক, আর্দা গুলেররা।