বৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০২৩ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলা, নিহত ৪

Paris
ডিসেম্বর ৭, ২০২৩ ১২:৪৬ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন হামলাকারী। এছাড়া হামলায় আরও একজন আহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার লাস ভেগাসের ইউনিভার্সিটি অব নেভাদার মূল ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নেভাদা ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসে বুধবার স্থানীয় সময় দুপুরে এক বন্দুকধারী হামলা চালায়। এতে তিনজন নিহত হয়েছেন। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারী নিজেও নিহত হয়েছেন। নিহতদের পরিচয় জানা যায়নি।

লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের শেরিফ কেভিন ম্যাকমাহিল বলেছেন, ক্যাম্পাস এলাকাটিতে বর্তমানে কোনো হুমকি নেই। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসসহ অন্যান্য শাখাগুলো একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে।

ইউনিভার্সিটি অব নেভাদা লাস ভেগাসের এই ক্যাম্পাসটি লাস ভেগাস উপত্যকা থেকে দুই মাইলেরও কম পূর্বে অবস্থিত। এখানে প্রায় ২৫ হাজার আন্ডারগ্রাজুয়েট এবং ৮ হাজার স্নাতকোত্তর ও ডক্টরেট শিক্ষার্থী রয়েছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক