মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি নিহত

Paris
সেপ্টেম্বর ২৭, ২০১৬ ১:০১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে দুর্বৃত্তের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

স্থানীয় সময় গত রোববার ভোরে (বাংলাদেশ সময় রোববার সন্ধ্যায়) লস অ্যাঞ্জেলেস নর্থ হলিউড এলাকার একটি পানশালায় এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির নাম আবুল কালাম রহিম। তিনি ১৬ বছর ধরে লস অ্যাঞ্জেলেসে বসবাস করছিলেন। তিনি একটি পানশালার ব্যবস্থাপক ছিলেন।

ওই পানশালার সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে ঘটনাটি ডাকাতি বলে সন্দেহ করছে পুলিশ। তবে দোকানে লুটপাটের কোনো ঘটনা ঘটেনি।

এ নিয়ে গত দেড় মাসে যুক্তরাষ্ট্রে চার বাংলাদেশি নিহত হলেন। এর আগে তিনজন নিহত হয়েছিলেন নিউইয়র্কের কুইন্সে।

সিসিটিভি দেখে পুলিশ বলছে, গত রোববার ভোরে আবুল কালাম পানশালাটি বন্ধ করছিলেন। এ সময় একজন পুরুষ ও আরেকজন নারী দোকানটিতে প্রবেশ করেন। এদের মধ্যে নারীটি খুব কাছে থেকে আবুল কালামকে গুলি করে। হত্যাকাণ্ডের পর তারা দোকান থেকে কিছু না নিয়েই চলে যায়।

সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে গ্রেপ্তারের অভিযান শুরু করেছে পুলিশ।

যুক্তরাষ্ট্রে গত দেড় মাসে চার বাংলাদেশি খুন হওয়ায় সেখানকার বাংলাদেশিদের মধ্যে এক ধরনের উদ্বেগ-উৎকণ্ঠা কাজ করছে। ভীতির মধ্যে বাস করছেন প্রবাসী বাংলাদেশিরা।

এর আগে নিউইয়র্কে একটি মসজিদের ইমাম ও এক নারীসহ তিনজনকে হত্যার ঘটনা ঘটে। সে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করেছে পুলিশ। এসব হত্যার পেছনে কোনো ব্যক্তিগত বিরোধ পাওয়া যায়নি।

সম্প্রতি নিউইয়র্কে মুসলমানদের যে প্যারেড হয়েছে, সেখানেও কয়েকটি হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ দেখা গেছে।

বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে পুলিশি টহল বাড়ানোর আহ্বান জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশি কমিউনিটি।

 

সূত্র: এনটিভি অনলাইন

সর্বশেষ - জাতীয়