সোমবার , ২৯ মে ২০২৩ | ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে ‘ওয়েট অ্যান্ড সি’ পলিসি ঢাকার’

Paris
মে ২৯, ২০২৩ ৯:১৭ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে ‘ওয়েট অ্যান্ড সি’ পলিসি ঢাকার-যুগান্তরের শিরোনাম এটি। এতে বলা হচ্ছে, বাংলাদেশের জন্য ওয়াশিংটন নতুন ভিসানীতি ঘোষণা করার পর ঢাকা ‘ওয়েট অ্যান্ড সি’ পলিসি নিয়েছে।

খবরে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিকে সতর্কতার সঙ্গে মোকাবিলার লক্ষ্যে সরকারের এই ধীরে চলো নীতি। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই।

এনিয়ে সমকালের শিরোনাম, সতর্ক করতেই নতুন ভিসা নীতি আরো নিষেধাজ্ঞার আশঙ্কা। এতে বলা হয়েছে, নতুন মার্কিন ভিসা নীতি এক ধরণের সতর্কতা। আগামী সংসদ নির্বাচনের আগে আরও নিষেধাজ্ঞার আশঙ্কা রয়েছে।

দৈনিক প্রথম আলোর সংবাদ শিরোনাম, ‘ভিসা নীতির’ প্রেক্ষাপটে কর্মসূচী নেবে বিএনপি। এতে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ঘোষিত ভিসা নীতি দেশে নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করছে বলে মনে করেন বিএনপি।

এই প্রেক্ষাপট সামনে রেখেই নতুন ধাপে আন্দোলনের কৌশল ও কর্মসূচি ঠিক করতে যাচ্ছে দলটি।

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম ‘Reining in inflation top priority’। আসন্ন জাতীয় বাজেট নিয়ে প্রকাশিত এই খবরটিতে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট উত্থাপন করতে যাচ্ছে সরকার যার মূল লক্ষ্য হবে মুদ্রাস্ফীতি কমিয়ে জিডিপির উচ্চ লক্ষ্যমাত্রা অর্জন করা।

দৈনিক নয়াদিগন্তের বাজেট নিয়ে খবরের শিরোনাম, রেকর্ড ব্যাংক ঋণনির্ভর বাজেট চূড়ান্ত। এতে বলা হয়েছে, আগামী অর্থবছরের জন্য রেকর্ড ব্যাংকঋণ নির্ভর বাজেট প্রণয়ন চূড়ান্ত করেছে সরকার। প্রস্তাবিত বাজেটে ঘাটতি ধরা হয়েছে দুই লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।

আর বিশাল বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ (নিট) নেয়ার লক্ষ্য ধরা হয়েছে এক লাখ ৩২ হাজার ৩৯৫ কোটি টাকা, শতকরা হিসেবে যা ২৪ শতাংশ।

একই বিষয়ে আরেক ইংরেজি দৈনিক নিউএইজের শিরোনাম, ‘Govt eyes heavy bank borrowing in FY24’। এতে বলা হয়েছে, গত বছরের জাতীয় বাজেটের তুলনায় এবছরের বাজেটে বিদেশী ঋণের লক্ষ্যমাত্রা ১০ শতাংশ বেশি।

তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ১১ হাজার কোটি টাকা- এমন শিরোনাম করেছে যুগান্তর। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের বরাত দিয়ে এই খবরটিতে বলা হয়েছে যে, এ বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে ১০ হাজার ৯৬৪ কোটি টাকা।

মার্চ পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি ঋণের অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২০ কোটি টাকা। যা বিতরণ করা ঋণের ৮ দশমিক ৮০ শতাংশ। অর্থাৎ উচ্চ খেলাপির ঝুঁকিতে রয়েছে দেশের ব্যাংক খাত।

কারণ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, খেলাপি ঋণের হার সর্বোচ্চ ৩ শতাংশ সহনীয় বলে ধরা হয়। এর বেশি হলেই তা ঝুঁকি। বাংলাদেশের খেলাপি ঋণ ঝুঁকির চেয়ে প্রায় তিনগুণ বেশি।

একই বিষয় নিয়ে বণিক বার্তার শিরোনাম, তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ১০ হাজার ৯৬৫ কোটি টাকা। বণিকবার্তার খবরটিতে বলা হয়েছে, ব্যাংক খাতে এত পরিমাণ ঋণ খেলাপি হওয়ার ঘটনা এবারই প্রথম। শুধু চলতি বছরের প্রথম তিন মাসেই ১০ হাজার ৯৬৫ কোটি টাকার খেলাপি ঋণ বেড়েছে।

কালেরকণ্ঠের প্রধান শিরোনাম-গাজীপুর আ.লীগ পুনর্গঠন হবে। এতে বলা হচ্ছে, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজয়ের পর দল পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছে আওয়ামী লীগ।

দলের সভাপতি শেখ হাসিনা গাজীপুরে তৃণমূলের কমিটি গুলো গুছিয়ে ফেলতে নির্দেশনা দিয়েছেন। সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর বিভিন্ন ওয়ার্ডে যারা নৌকার বিরুদ্ধে যারা কাজ করেছে তারা সাংগঠনিক শাস্তির মুখে পড়তে পারেন বলেও জানা গেছে।

এই খবরটি নিয়ে দ্য ডেইলি স্টারের শিরোনাম, ‘Shaken, AL plans to rejig Gazipur units’। এতে বলা হচ্ছে, স্বতন্ত্র প্রার্থীর কাছে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পরাজয়ের পর গাজীপুর জেলা এবং শহরের কমিটিগুলোকে পুনর্গঠন করবে দলটি।

একই সাথে দলীয় প্রার্থী আজমত উল্লা খানের পরাজয়ের কারণও খুঁজে বের করবে তারা।

সিটি কর্পোরশেন নির্বাচন নিয়ে প্রকাশিত আরেকটি খবরে ডেইলি স্টারের শিরোনাম ‘Challenging in Barishal, smooth sailing in Khulna’। এতে বলা হয়েছে, বরিশালে স্থানীয় আওয়ামীলীগের অন্তর্কোন্দলের কারণে দলীয় মেয়র প্রার্থী কঠিন অবস্থানে রয়েছেন।

আর খুলনায় তেমন কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় জয় অনেকটা নিশ্চিত আওয়ামীলীগের মেয়র প্রার্থীর।

ওষুধের দামও লাগামছাড়া- সমকালের প্রধান শিরোনাম এটি। এতে বলা হয়েছে, দেশের শীর্ষ ছয় প্রতিষ্ঠান তাদের উৎপাদিত ২৩৪টি জীবনরক্ষাকারী ওষুধের দাম ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে।

অভিযোগ রয়েছে, নির্ধারিত দরের চেয়ে বাজারে অনেক ওষুধ বেশি দামেও কেনাবেচা চলছে। এছাড়া সাম্প্রতিক সময়ে আরো ১০ কোম্পানি তাদের উৎপাদিত ওষুধের দাম বাড়াতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের আবেদন করেছে। এদের কেউ কেউ ওষুধের দাম সমন্বয় না করলে ঋৎপাদন বন্ধের হুঁশিয়ারিও দিয়েছে।

সংকটে সরকারের ত্রিমুখী দায়দেনা বাড়ছে- যুগান্তরের খবর এটি। এতে বলা হয়েছে, নানামুখী সংকটের কারণে সরকারের ত্রিমুখী দায় বাড়ছে।

প্রথমত রাজস্ব আয় কমে যাওয়ায় দেশের ভেতর থেকে লক্ষ্যমাত্রার চেয়ে পৌনে এক লাখ কোটি টাকার বেশি ঋণ নিতে হচ্ছে। দ্বিতীয়-বৈশ্বিক সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলসহ অনেক পণ্যের দাম বেড়ে গেছে। এতে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ হাজার কোটি টাকা বেশি ভর্তুকি ও প্রণোদনা গুনতে হচ্ছে।

সর্বশেষ দায় বাড়ছে মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে ৭১০ কোটি টাকা। দায়ের এ চিত্র তুলে ধরা হয়েছে চলতি (২০২২-২৩) অর্থবছরের সংশোধিত বাজেটে।

সমকালের শিরোনাম, চীন বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। এই খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনকে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে বলেছেন, দ্বিপক্ষীয় সম্পর্কের মূল লক্ষ্য হওয়া উচিত দু’দেশের আরও উন্নয়ন। চীনের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী সান ওয়েইডং গতকাল রোববার গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

এনিয়ে প্রথম আলোর শিরোনাম, প্রধানমন্ত্রীর চীন সফরে আগ্রহী বেইজিং। এতে বলা হচ্ছে, চলতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীন সফরে আমন্ত্রণ জানিয়েছে বেইজিং। আগামী ২৩শে সেপ্টেম্বর এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনাকে অতিথি করতে চায় চীন। কিন্তু সেসময়ে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন বলে তিনি যেতে পারছেন না।

সূত্র: বিবিসি বাংলা

সর্বশেষ - আন্তর্জাতিক