সিল্কসিটি নিউজ ডেস্ক :
সিরিয়ায় আমেরিকান বাহিনী এর আগে ড্রোন হামলার শিকার হলেও হতাহতের ঘটনা একেবারে বিরল। খবর
যুক্তরাজ্য-ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক একটি প্রতিষ্ঠান বলছে, মার্কিন হামলায় ইরানপন্থী ১১ যোদ্ধা নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের এই হামলা ইরানপন্থী ওই গোষ্ঠীর ড্রোন হামলার জবাব।
বৃহস্পতিবার পেন্টাগন এক ব্রিবৃতিতে জানায়, উত্তর-পূর্বাঞ্চলীয় সিরিয়ায় হাসাকেহ’র কাছে মার্কিন নেতৃত্বাধীন জোটের ঘাঁটিতে হামলায় সাতজনের হতাহতের ঘটনা ঘটেছে।
মার্কিন গোয়েন্দা বাহিনী বলছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ওই ঘাঁটিতে হামলা চালানো ড্রোনটি ইরানের তৈরি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, পশ্চিম সিরিয়ায় ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ডের যুক্ত থাকা একটি গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।