মোহনপুর প্রতিনিধি:
রাজশাহী মোহনপুর উপজেলার এক যুবকের গলায় ফাঁস অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারী) দুপুরের দিকে নিজ ঘরে তাকে গলায় ফাঁস অবস্থায় পায় তার পরিবার। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই যুবক জাহানাবাদ ইউনিয়নের দূর্গাপুর সাহাপুর গ্রামের কালাম শাহ’র ছেলে সাগর শাহ (২৭)।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েকমাস আগে প্রথম স্ত্রী থাকার পরও দ্বিতীয় বিয়ে করেন সাগর শাহ। কিন্তু তার প্রথম স্ত্রী ও পরিবার তা মেনে নেয়নি। বাধ্য হয়ে দ্বিতীয় স্ত্রীকে অন্যত্র রেখে আসেন তিনি। এ ঘটনায় তার প্রথম স্ত্রী গত কয়েকদিন আগে তাকে ছেড়ে চলে যায়। এ ঘটনায় দাম্পত্য কলহ থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের। এছাড়াও তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন বলেন, লাশটি ময়নাদতন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে সব জানা যাবে।
জি/আর