মোহনপুর প্রতিনিধি:
রাজশাহী মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের ধোরসা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে গাজার গাছসহ ১ গ্রেপ্তার করেছে মোহনপুর থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ধোরসা গ্রামের মৃত খলিল উদ্দিনের ছেলে পলাশ উদ্দিন (৩৩)কে ১০ কেজি গাজার গাছসহ গ্রেপ্তার করেন।যার আনুমানিক মূল্য পঞ্চাশ(৫০) হাজার টাকা।
এ বিষয়ে মোহনপুর থানা অফিসার ইনর্চাজ(ওসি)হরিদাস মন্ডল বলেন,গ্রেপ্তার কৃত আসামীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়।