মোহনপুর প্রতিনিধি
রাজশাহী মোহনপুর উপজেলা ৪ নম্বর মৌগাছি ইউনিয়ন পরিষদে ভাংচুর , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীর ব্যানার ফেসটুন ছিড়ে ফেলাসহ চেয়ারম্যানকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে মোহনপুর উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার সাড়ে ৪ টায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম ও মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম ঘটনা স্থলে উপস্থিত হন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্টেটম্যান্ট ও স্থানীয় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য গ্রহণ করেন।
ওই ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার বিকেলে বিদিরপুর বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুস সালাম। সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদ রানা।
বিশেষ অতিথি ছিলেন কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, পবা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ, পবা উপজেলা যুবলীগের সভাপতি এমদাদুল হক এমদাদ, জাহানাবাদ ইউপি চেয়ারম্যান হযরত আলী, বাকশিমইল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সবুর মাস্টার,ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইসরাফিল হোসেন রনি সরকার, সদস্য সচিব হুমায়ন কবির, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ আলম খানসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
জি/আর