একদফা দাবি আদায়ে আগামী ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় রোড মার্চ সফলের লক্ষে শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা আইনজীবী মিলনায়তনে খুলনায় বিএনপির বিভাগীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।
সমন্বয় সভায় বিশেষ অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু ও সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির আহ্বায় অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, কুষ্টিয়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব হোসেন, মেহেরপুর জেলা সভাপতি মাসুদ অরুন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, চুয়াডাঙ্গা জেলার আহবায়ক মাহমুদ হাসান বাবু, সদস্য সচিব শরিফুজ্জামান শরিফ, ঝিনাইদহ জেলার সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, মাগুরার আহ্বায়ক আলী আহমেদ, নড়াইলের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।
এছাড়া আরও বক্তব্য রাখেন-যশোর সদস্য সচিব অ্যাডভোকেট সাবিরুল হক সাবু, দেলোয়ার হোসেন খোকন, সাতক্ষীরা আব্দুল আলীম, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম, এম এ সালাম, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবর রহমান, সৈয়দা নার্গিস আলী, কাজী আলাউদ্দিন, সাবিরা নাজমুল মুন্নি, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, স ম আ. রহমান, সাইফুর রহমান মিন্টু, এস এ রহমান, মোল্লা খায়রুল ইসলাম, কাজী মাহমুদ আলী, মো. রকিব মল্লিক, শের আলম সান্টু, মোস্তফাউল বারী লাভলু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, অধ্যাপক মনিরুল হক, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক স্বজল, আজিজা খানম এলিজা, অ্যাডভোকেট তছলিমা খাতুন ছন্দা, অ্যাডভোকেট কানিজ ফাতেমা আমিন ও সেতারা সুলতানা।
সভা থেকে আগামী ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় রোড মার্চ সফল করার লক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।