সোমবার , ১৮ জুন ২০১৮ | ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মেয়ের সঙ্গে সানি লিওনের নগ্ন ছবি, তুমুল বিতর্ক

Paris
জুন ১৮, ২০১৮ ১:১৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবার বর্তমানে তিন সন্তানের বাবা-মা। মেয়ে নিশা সিং ওয়েবার ও দুই ছেলে আশের ও নোয়া সিং ওয়েবারকে নিয়ে হ্যাপি ফ্যামিলি লাইফ কাটাচ্ছেন তাঁরা। মাঝে মধ্যেই ছেলে মেয়েদের সঙ্গে কাটানো নানান মুহূর্ত সোশ্যাল সাইটে শেয়ার করতে দেখা যায় সানি ও ড্যানিয়েলকে।  ১৭ জুন ফাদার’স ডে উপলক্ষে স্ত্রী সানি ও আড়াই বছরের মেয়ে নিশাকে নিয়ে বোল্ড ছবি পোস্ট করেন ড্যানিয়েল ওয়েবার। যে ছবির মাধ্যমে তিনি সানি ও নিশার প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন। আর এই ছবি ঘিরেই সোশ্যাল সাইটে ট্রোল হতে হয় সানি ও ড্যানিয়েলকে। কেউ কেউ আবার সানি ও ড্যানিয়েলের সমর্থনেও কথা বলেন।

স্ত্রী ও মেয়ের সঙ্গে ড্যানিয়েলের পোস্ট করা ছবিটিকে আমরা বোল্ড ছবিই বলচতে পারি। কারণ, ছবিতে ড্যানিয়েলকে টপলেস অবস্থায় শুধু মাত্র জিনস পরে থাকতে দেখা গেছে। আর সানি প্রায় নগ্ন অবস্থাতেই রয়েছেন বলে মনে করা হচ্ছে। আর তাঁদের আদরের মেয়ে নিশা সানি ও ড্যানিয়েলের মাঝে রয়েছে। তার শরীরের ব্যক্তিগত অংশগুলি সানি ঢেকে রেখেছেন। ছবিটি পোস্ট করে ক্যাপশানে ড্যানিয়েল লিখেছেন, ”আজ পিতৃ দিবস। তাই এই ছবির মাধ্যমে গভীর ভালোবাসা জানাচ্ছি। ধন্যবাদ সানি, নিশার সঙ্গে দেখা করার জন্য এবং তাকে ভালোবাসার জন্য এবং আমাদের দুজনকেই এভাবে ভালোবাসা দেওয়ার জন্য। তুমি সবসময়ের জন্য সেরা। ও এখন আমাদের জীবনের সবকিছু ( নিশা) আমার হৃদয় জয় করে নিয়েছে। ”

আর এই ছবি পোস্ট করার জন্যই সোশ্যাল সাইটে ট্রোল হতে হয় ড্যানিয়েলও সানিকে। তবে সানির ফ্যানদের অনেকেই আবার তাঁদের সমর্থনেও মুখ খোলেন।  কলকাতা ২৪

সর্বশেষ - বিনোদন