মঙ্গলবার , ৬ সেপ্টেম্বর ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মুস্তাফিজকে বাংলায় ‘শুভ জন্মদিন’ জানালেন ওয়ার্নার!

Paris
সেপ্টেম্বর ৬, ২০১৬ ১০:৪৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ইংরেজি তেমন ভালো জানেন না মুস্তাফিজুর রহমান। অথচ আইপিএলে তাঁর একজন সতীর্থও বাঙালি ছিল না। তাই বাধ্য হয়ে তাঁর কাছে বাংলা শেখার চেষ্টা করেছিলেন সানরাইজার্স হায়দরাদের কয়েকজন খেলোয়াড়। যাঁদের মধ্যে ছিলেন অধিনায়ক ডেভিড ওয়ার্নারও। এবারের জন্মদিনে সেই ওয়ার্নারই চমকে দিয়েছেন বাংলাদেশের কাটার-মাস্টারকে। খাঁটি বাংলায় প্রিয় ‘ফিজ’কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন হায়দরাবাদ অধিনায়ক।

 

আজ ২১ বছর পূর্ণ করা মুস্তাফিজকে শুভেচ্ছা জানিয়ে টুইটারে ওয়ার্নার লিখেছেন, ‘শুভ জন্মদিন’। লেখাটার পাশে মজা করে জন্মদিনের টুপি আর কেকের ছবিও দিয়েছেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ওপেনার। বোঝাই যাচ্ছে, মুস্তাফিজের জন্মদিন নিয়ে কতটা রোমাঞ্চিত ওয়ার্নার। সেটাই স্বাভাবিক। এ বছর হায়দরাবাদকে আইপিএলের প্রথম শিরোপা এনে দিতে কাটার-মাস্টারের বিশাল অবদান ছিল। ১৭ উইকেট নেওয়া ছাড়াও পুরো টুর্নামেন্টে কমপক্ষে ২০ ওভার বল করা বোলারদের মধ্যে তাঁর ইকোনমি রেট ছিল সবচেয়ে ভালো।

এমন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের জন্মদিনের কথা সানরাইজার্স হায়দরাবাদও ভুলে যায়নি। প্রিয় খেলোয়াড়কে শুভেচ্ছা জানিয়ে সানরাইজার্সের টুইট, ‘আজ ফিজের দিন! আমাদের বাঁ-হাতি ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।’

 

দেশের ভেতরেও শুভেচ্ছার জোয়ারে ভাসছেন মুস্তাফিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও শুভেচ্ছা জানিয়েছে এই প্রতিভাবান পেসারকে। বিসিবির টুইট, ‍“শুভ জন্মদিন ‘ফিজ’। আজ তিনি ২১ বছর পূর্ণ করলেন।” আর মুস্তাফিজের ঘনিষ্ঠ বন্ধু তাসকিন আহমেদের শুভেচ্ছাবাণী, ‘মুস্তাফিজুর রহমানের জীবনে এই সুখের দিনটি বারবার ফিরে আসুক! একজন বিনয়ী মানুষ ও আসল রত্ন! আমাদের জাতীয় বীর!’

 

এর আগে আইসিসিও শুভেচ্ছা জানিয়েছিল মুস্তাফিজকে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা লিখেছিল, “তিনি ক্রিকেটের অন্যতম উজ্জ্বল তরুণ প্রতিভা। জীবনের প্রথম টেস্ট আর ওয়ানডে দুটোতেই ম্যাচসেরা হয়েই তাঁর বিস্ফোরক আগমন। মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে জীবনের প্রথম দুটো ওয়ানডেতেই পাঁচ উইকেট নিয়েছেন তিনি। শুভ জন্মদিন মুস্তাফিজুর ‘দ্য ফিজ’ রহমান!”

সূত্র: এনটিভি

সর্বশেষ - খেলা