চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় দিনে দুর্দান্ত ব্যাট করেছে স্বাগতিক বাংলাদেশ। অসাধারণ ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তার ১০৩ রানের কল্যাণে প্রথম ইনিংসে ৪৩০ রান করেছে টাইগাররা।
জোমেল ওয়ারিকারেন বলে ডাবল নিয়ে ১৬০ বলে সেঞ্চুরি পূরণ করেন মিরাজ।
এর আগে ৫ উইকেটে ২৪২ রানে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে টাইগাররা। গতকালের ৩৪ রানের সঙ্গে আজ ৪ রান যোগ করেই ওয়ারিকানের বলে বোল্ড হন লিটন। এরপর মিরাজকে নিয়ে ৬৩ রানের জুটি গড়েন সাকিব।
সুত্রঃ কালের কণ্ঠ