সোমবার , ২৬ সেপ্টেম্বর ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মিয়ানমারের মান্দালয় শহরে ধর্ম অবমাননার অভিযোগে ডাচ পর্যটক গ্রেফতার

Paris
সেপ্টেম্বর ২৬, ২০১৬ ১১:৫৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মিয়ানমারে বৌদ্ধ ধর্মের অবমাননার অভিযোগে নেদারল্যান্ডসের একজন পর্যটককে গ্রেফতার করা হয়েছে।

 

অভিযোগে বলা হয়, ক্লাস হেইটেমা নামের ওই ডাচ পর্যটক মান্দালয় শহরে এক বৌদ্ধ ভিক্ষুর ধর্মীয় উপদেশমূলক বক্তৃতা চলতে থাকার সময় তার লাউডস্পীকারের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন।

 

লাউডস্পীকারে ওই ধর্মীয় বক্তৃতা রিলে করা হচ্ছিল। খবরে বলা হয়, বক্তৃতার শব্দে বিরক্ত হয়েই ক্লাস হেইটেমা এ কাজ করেন।

 

মিয়ানমারের পুলিশ বলছে, তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়েছে। দন্ডিত হলে মি. হেইটেমার দু বছর পর্যন্ত জেল হতে পারে।

 

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে মান্দালয় শহরে যে হোটেলে মি হেইটেমা অবস্থান করছিলেন, তার সামনে শুক্রবার রাতে ক্রুদ্ধ জনতার ভিড় জমে যায় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে।

 

এর পর পুলিশ এসে মি, হেইটেমাকে ধরে নিয়ে যায়।

সূত্র: বিবিসি বাংলা

সর্বশেষ - আন্তর্জাতিক