রবিবার , ৮ মে ২০২২ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মা দিবসে ছেলেকে ফিরে পেতে এক মায়ের আকুতি

Paris
মে ৮, ২০২২ ৯:২১ অপরাহ্ণ

লালপুর( নাটোর) প্রতিনিধি : 

মা দিবসে ছেলেকে কাছে না পেয়ে লালপুর থানায় অভিযোগ করেছেন এক মা। রবিবার (৮মে) সকালে ছেলেকে নিজের কোলে ফিরে পাবার জন্য লালপুর থানায় হাজির হয়ে স্বামীর বিরুদ্ধে জোর করে ছেলেকে আটকে রেখে ওই মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ আনেন উপজেলার বিলমাড়িয়া ইউপির রহিমপুর গ্রামের রবিউলের স্ত্রী মিতু খাতুন।

অভিযোগ সুত্রে জানা যায়, ১২ বছর আগে রাজশাহীর চারঘাট উপজেলার চক মোক্তারপুর এলাকার জামালের মেয়ে মিতুর সাথে লালপুর উপজেলার রহিমপুর গ্রামের সামশুল মন্ডলের ছেলে রবিউলের সাথে পারিবারিক ভাবে বিবাহ অনুষ্ঠিত হয়। বিবাহর পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলোহ থাকলেও তাদের সংসারে দুই সন্তানের জন্ম হয়। গত (৬ মে) পারিবারিক কলোহের জেরে মিতু কে তার দুই বছরের শিশু সন্তান রোজা কে আটকে রেখে বাড়ি থেকে বের করে দেয় স্বামী রবিউল। এ বিষয়ে লালপুর থানায় বাদি হয়ে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মিতু খাতুন।

এব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ মোহাঃ মোনোয়ারুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি মায়ের কোলে শিশু কন্যা রোজা কে ফিরে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এস/আই

সর্বশেষ - রাজশাহীর খবর