ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে সরকার চিন্তিত নয়। যুক্তরাষ্ট্রও গণতান্ত্রিক দেশ, আমরাও।
সরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সম্পূর্ণ সক্ষম বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের পুনরাবৃত্তি করে ড. মোমেন বলেন, তারা যেহেতু বৈশ্বিক শক্তি, সেই হিসেবে অন্যদের ওপর নিজের ক্ষমতা তারা প্রয়োগ করতেই পারে। তবে বিষয়টি নিয়ে আমরা চিন্তিত নই। কারণ, আমরা জানি কীভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হয়।
সরকারের এ মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরাও ভিসা নিষেধাজ্ঞা নিয়ে চিন্তিত নন, কারণ তাদের অধিকাংশই আমাদের সমৃদ্ধ দেশে থাকতে চান।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য দায়ী বা জড়িত থাকা বাংলাদেশি ব্যক্তিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করার পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এই ব্যক্তিদের মধ্যে আইন প্রয়োগকারী, ক্ষমতাসীন দল এবং রাজনৈতিক বিরোধী দলের সদস্য রয়েছেন।