শনিবার , ২ নভেম্বর ২০২৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর
NBIU Spiring 2025 New Ad

মার্কিন আগ্রাসন রোধে উত্তর কোরিয়ার পদক্ষেপে রাশিয়ার সমর্থন

Paris
নভেম্বর ২, ২০২৪ ১০:১৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই’র সঙ্গে এক বৈঠকে পশ্চিমের আগ্রাসী নীতিকে ঠেকাতে পিয়ংইয়ংয়ের পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

শুক্রবার (১ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর রাশিয়ার কূটনৈতিক মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে।

শনিবার রুশ বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ‘আলাপকালে উভয়পক্ষ এ ব্যাপারে একমত হয়েছে যে, মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উস্কানিমূলক কর্মকাণ্ডের কারণেই কোরীয় উপদ্বীপের পাশাপাশি উত্তর-পূর্ব এশিয়া ও অন্যান্য অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। রাশিয়ান পক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র ও তার অংশীদারদের আক্রমণাত্মক নীতির মোকাবিলা এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বের উপর জোর দেওয়ার উত্তর কোরিয়ার পদক্ষেপগুলোর প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে।’

বিবৃতিতে বলা হয়, ল্যাভরভ ও চো সন হুই ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি বাস্তবায়নে তাদের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন, যা ‘ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ রাশিয়া-কোরিয়া সম্পর্ককে একটি নতুন মাত্রায় নিয়ে এসেছে।’

মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, মস্কো ও পিয়ংইয়ং মূল আন্তর্জাতিক ইস্যুতে বিশ্বের বর্তমান পরিস্থিতির তাদের নিজ নিজ মূল্যায়নে পরস্পরের সঙ্গে একমত।

বিবৃতিতে বলা হয়েছে, ‘দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে কৌশলগত আলোচনা দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকেই প্রতিফলিত করে। উভয় পক্ষ পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে কৌশলগত পরামর্শের পাশাপাশি বিভিন্ন স্তরে দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সংলাপ ও বিনিময় অব্যাহত রাখতে সম্মত হয়েছে।’

মন্ত্রণালয় উল্লেখ করেছে, দলগুলো কৌশলগত পরামর্শের সময় দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ব্যবহারিক বিষয় নিয়ে আলোচনা করেছে। উভয় পক্ষ জুন মাসে উত্তর কোরিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাষ্ট্রীয় সফরের সময় উপনীত চুক্তির বাস্তবায়নের দিকে মনোনিবেশ করেছে।’

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন